• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাদেরকে ফোন, ফখরুলকে ধুয়ে দিলেন মান্না


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৯:৫৯ এএম
কাদেরকে ফোন, ফখরুলকে ধুয়ে দিলেন মান্না

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেছেন। এনিয়ে তীব্র সমালোচনা করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এ সমালোচনা করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনারা বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি চান। সত্যি কি নিঃশর্ত মুক্তি চান? তাহলে ফোন করলেন কেন? কী কথা হয়েছে ফোনে?’

লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় দাবি করে তিনি বলেন, ‘বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে খালেদা জিয়ার মুক্তি চান। ঐক্যফ্রন্টকে ছাড়া যদি বিএনপি নিজেরাই লড়াই করতে চায়, তাও করতে হবে। লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না।’

এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে ১৭ কোটি মানুষ আছে। তার মুক্তির জন্য সবাইকে সংগঠিত করে এগিয়ে যেতে পারলে মুক্তি মিলবে।’

এ প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘সরকার শুধু জনগণকে না, খালেদা জিয়াকেও ভয় পায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে অস্বীকার করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব। এটাই বাস্তবতা, এটাই কঠিন সত্যি। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই ঠিক করতে হবে কীভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!