• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কান চলচ্চিত্র উৎসবে তৌকীর-বিপাশা


বিনোদন ডেস্ক মে ১৪, ২০১৬, ১২:৩২ পিএম
কান চলচ্চিত্র উৎসবে তৌকীর-বিপাশা

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-এর পর্দা উঠছে বুধবার। এবারের উৎসবেও অংশ নিচ্ছেন বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র তারকারা। সেই উৎসবের দর্শক সারিতে দেখা গেলো বাংলাদেশের তারকা দম্পতি বিপাশা হায়াৎ ও তৌকীর আহমেদকে।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু’ফিল্মে প্রিমিয়ার হতে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের। আগামী ১৭ মে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। এ উপলক্ষে তৌকীর-বিপাশা এখন ফ্রান্সে রয়েছ্নে। ঘুরে বেড়াচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে।

তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমাটি মার্শে দু’ফিল্মে দেখানোর কথা এবারের উৎসবে।

মার্শে দু’ফিল্ম কান উৎসবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ। উৎসবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবিল ভাড়া নিয়ে নিজেদের কাজ তুলে ধরার।

কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ২০০২ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ প্রদর্শিত হয়। এটিই কান উৎসবে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি সিনেমা। তারেক মাসুদ, রোকেয়া প্রাচী ও জয়ন্ত চট্টোপাধ্যায় কান উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে হিসেবে সেই বছর অংশ নিয়েছিলেন।

অজ্ঞাতনামা সিনেমায় অভিনয় করেছেন— মোশাররফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ।

মোশাররফ করিম অভিনয় করছেন ফরহাদ চরিত্রে ও নিপুণের চরিত্রের নাম বিউটি। চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

তৌকীর আহমেদ প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করেন ২০০৪ সালে। সেটি ছিল মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। এরপর ২০০৬ সালে নির্মাণ করেন ‘রূপকথার গল্প’। ২০০৭ সালে সর্বশেষ হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!