• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২০, ০৪:২৪ পিএম
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নারের মৃত্যু

ঢাকা: কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন টার্নার মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সী এই নেতার মৃত্যু হয়।

১৯৮০ এর দশকে মাত্র ১১ সপ্তাহ ক্ষমতায় ছিলেন তিনি। খবর বিবিসির 

১৯৮৪ সালে টার্নার ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন কানাডার ১৭তম প্রধানমন্ত্রী। তবে বেশ কয়েক দশক ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

খুব কম সময় ক্ষমতায় থাকার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টার্নার। মাত্র ৭৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

লিবারেল পার্টি থেকে ১৯৯০ সালে তিনি পদত্যাগ করেন।

টার্নার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর ক্ষমতায় আসেন কনজারভেটিভ পার্টির ব্রায়ান মুলরনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ইস্যু নিয়ে বরাবরই তার সমালোচনা করতেন টার্নার।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!