• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কান্নার আকাশে এত নিরব রয়ে গেলে কি করে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুলাই ১৪, ২০১৮, ১১:১৫ এএম
কান্নার আকাশে এত নিরব রয়ে গেলে কি করে

এত কাল কোথায় ছিলে ,
আজ এসেছো তুমি !
রয়ে গেলে অতীত স্মৃতির পাতায় ।

বলার সময় বলেছিলাম ।
তোমার চোখ গুলো ,
আমার মিষ্টি ভালোবাসার মতো ।

কত রাত অপেক্ষায় ছিলাম !
তোমার ছবি বুকের উপর রেখে।

অপেক্ষা শেষে তুমি যখন এলে ,
তখন আমি বর সেজে বসে আছি ।

লাল শাড়ি পড়া নতুন বউ আনতে !
মায়ের ইচ্ছেয় জামাই হলাম ।

অপেক্ষায় ছিলাম অনেক বছর ,
তোমার পথ চেয়ে ।

তোমার কি কিছু বলার নেই আমায় !
বলার আছে অনেক কথা ,
শেষ বলা বলবো আমি ।

তোমার জীবনের বাগানের শেষ পাতা হবো  ,
নতুন মনের মানুষ আসবে ।

তোমার ছোট ঘরের মাঝে !
রেখো তাকে আদর করে ভালোবাসার সুখে ।

চলে গিয়েছিলাম কষ্ট নিয়ে !
তোমার হাসি যেন থাকে,
সময়ের সাথে আপন আলো হয়ে ।

সময়ের মাঝে আমি হেরে গিয়েছি !
বহুবার চেষ্টা করেছি ফিরে আসতে ,
বার বার হয়েছি ব্যর্থ ।

দেহের মাঝে পচন ধরেছে ক্যান্সার রোগের মতো !
কি করে বলবো এমন নিষ্ঠুর খবর নিতে ।

আজ তুমি বর সেজেছো ,
এই খুশিতে পচন রোগের নেশা ধরেছে !

চোখে জল নয় এই বেলায় !
আমার থাকবার কথা নয় ,
তোমার বাগানের ফুল হয়ে ।

তাই তো আমি হারিয়ে গেলাম ,
শুকনো পাতার মতো ।

বাতাস আমাকে নিতে চেয়েছে ,
তার সুখের সাগরে ভাসাতে ।

ভালো রেখো ভালোবাসার ফুলের রানীকে
স্বপ্ন দেখো জীবন সংসারের নতুন নিয়মে ।

বড় ইচ্ছে ছিলো বর সাজে ,
দেখবো তোমায় দুই নয়নে ।

ইচ্ছে বাড়ি হলো দেখা !
ভালো থেকো নতুন জীবনের আলোতে ।

এত কাল ছিলাম আড়ালে ,
পচন রোগের সাথে ।

বিয়ের বাজনা বাজেরে ,
পালকী চলে বউয়ের বাড়ি ।

এত কথা বলার ছিলো
আগে বলনি কেন তুমি !

বর সাজে দেখলে তুমি ,
মিষ্টি হাসির আড়ালে ।

কান্নার আকাশে এত নিরব রয়ে গেলে কি করে !
তোমায় বুঝতে পারিনি ,
এত কঠিন সময়ের মাঝে তোমার জীবন চলা ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!