• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর আবেদন খারিজ


নিজস্ব প্রতিবেদক জুন ২৮, ২০১৮, ০৪:৫৪ পিএম
কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর আবেদন খারিজ

ঢাকা : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাগারে ডিভিশন চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকার্ট।  

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (২৮ জুন) এই রিট আবেদন সরাসরি (সামারিলি রিজেক্ট) খারিজ করে আদেশ দেন।

রিট আবেদনের ওপর বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন।

বুধবার সাঈদীর পক্ষে আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন।

তবে আপিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদী আবেদন করলে ২০১৭ সালে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডই বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ২৪ জুন কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে রিট করেন সাঈদী। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!