• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কার্ডিফে অটোগ্রাফ শিকারী খুদে ভক্তদের কবলে মিরাজরা (ভিডিও)


ক্রীড়া প্রতিবেদক মে ২৫, ২০১৯, ০১:১০ পিএম
কার্ডিফে অটোগ্রাফ শিকারী খুদে ভক্তদের কবলে মিরাজরা (ভিডিও)

ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: ধারাবাহিক পারফরম্যান্সে দিন দিন বেড়ে চলেছে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত-সমর্থকদের সংখ্যা। মাশরাফি-সাকিবদের জনপ্রিয়তা দেশের গন্ডি পেড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপ খেলতে এই মুহুর্তে ইংল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। সেখানে লাল সবুজ দলের অনুশীলন দেখতেও মাঠে ভির জমাচ্ছেন স্থানীয় শিশু-কিশোররা। অনুশীলনে যাওয়ার পথে সেই সব ভক্তদের কবলে পড়েন মেহেদী হাসান মিরাজ।  

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল কার্ডিফে পৌঁছাতেই হুলস্থুল লেগে গেল স্থানীয় ভক্ত-সমর্থকদের। তাদের মধ্যে বেশিরভাগই স্কুল কিংবা কলেজ পড়ুয়া শিশু-কিশোর।  মুশফিক, তামিম, সৌম্য, মিরাজরা যখন মাঠে অনুশীলনে যাচ্ছিলেন, তখন তাদের একটু ছুঁয়ে দেয়ার জন্য হাত বাড়িয়ে দেয় স্কুলের ছোট ছোট বাচ্চারা।

মেহেদী হাসান মিরাজ নিজেই এগিয়ে গিয়ে খুদে ভক্তদের সঙ্গে হাত মেলান। পরে মাঠের মধ্যে তো স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অটোগ্রাফের আবদারও মেটাতে হয়েছে টাইগারদের। তামিম-মুশফিকরা হাসিমুখেই সেই আবদার মিটিয়েছেন।

ভিডিও:

বাংলাদেশ দলকে নিয়ে ইংল্যান্ডের নতুন প্রজন্মের এমন আগ্রহই বলে দিচ্ছে, এখন টাইগার ক্রিকেটকে ভালোভাবেই অনুসরণ করে তারা।

শুক্রবার (২৪ মে) থেকেই শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। তবে বাংলাদেশের ম্যাচ দুটি হলো ২৬ ও ২৮ মে, দুটোই হবে কার্ডিফে।

কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে পুরো দল। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!