• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশফুল প্রকৃতিতে আমি মুগ্ধ! ওগো মুগ্ধ আমি


মুন্সীগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৬, ২০২০, ০১:২৩ পিএম
কাশফুল প্রকৃতিতে আমি মুগ্ধ! ওগো মুগ্ধ আমি

মুন্সীগঞ্জ: শরৎ এলে প্রকৃতি সেজে ওঠে সাদা কাশফুলে। মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর তীরসহ বিভিন্ন স্থানে ফোটা কাশফুল প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় শরতের আগমনী বার্তা।  

চারদিকে কাশফুলের সমারোহ। এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিতে শরৎ ঋতু এসেছে নদী তীরেই শুভ্র মেঘের সৌন্দর্য বেশি চোখে পড়ে। অনেকে দিনের বিভিন্ন সময়ে শরতের রূপে মুগ্ধ হয়ে বেড়াতে আসেন নদীর তীরে। দিগন্তের যতদূরে দৃষ্টি যায় সেখানেই সাদা আর কালো মেঘেমালার রাশি। ক্ষণে ক্ষণে বদলায় এ রূপ। 

আমি অবাক নয়নে চাহিয়া যে রই বাতাসে হেলে দুলে ওঠা কাশফুলের পানে মুগ্ধ! ওগো মুগ্ধ আমি….এই সৃষ্টি রাজির শানে। বর্ষায় পদ্মার, মেঘনা, ধলেশ্বরী রূপ ভয়ংকর হলেও শরতে  নদী  স্নিগ্ধ ও শান্ত। 

নদীর পানি কমে গিয়ে জেগে ওঠে সবুজ চর। প্রতিটি চরেই ফুটতে থাকে কাশফুল। ক্রমেই সবুজ চর হয়ে ওঠে সাদা। মুন্সীগঞ্জ সদরের ধলেশ্বরী নদীর পাড়, মিরকাদিম, বেতকা, হাতিমারা, লৌহজংয়ের পদ্মার পাড় ও চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা পাড়ে বর্ষার পরেই দেখা যায় কাশফুল।

সোনালীনিউজ/এমএস/এসআই 

Wordbridge School
Link copied!