• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশির আওয়াজে শনাক্ত হবে কোভিড


নিউজ ডেস্ক এপ্রিল ২৮, ২০২০, ০৯:৩৭ পিএম
কাশির আওয়াজে শনাক্ত হবে কোভিড

ঢাকা : ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের  ২ জন ছাত্র একটি যন্ত্র বানিয়েছেন। কার কাছ থেকে ছড়াতে পারে করোনাভাইরাস (কোভিড-১৯), কাশির আওয়াজ শুনে তা বলে দেবে যন্ত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ইনোভেশন কাউন্সিল’ এর পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

জানানো হয়েছে, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই গবেষণা। করোনা আতঙ্কের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইলেক্টট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের ২ ছাত্র বানিয়েছেন কাশির আওয়াজ শুনে করোনা রোগী চিহ্নিত করার যন্ত্র।

জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ২ ছাত্র অন্বেষা বন্দ্যোপাধ্যায় ও আঁচল নিলহানির তৈরি যন্ত্রটি কোয়ারেন্টাইন সেন্টার, স্কুল, অফিসে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত শনাক্ত করতে সাহায্য করবে।

কোনও স্পর্শ ছাড়াই করোনা রোগীকে চিহ্নিত করতে যন্ত্রটিতে রয়েছে ইমেজ সেন্সর ও সাউন্ড সেন্সর। ফলে এই যন্ত্র থেকে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

শুধু তাই নয়, একাধিক মানুষের কাশির শব্দ থেকেও করোনা রোগীকে চিহ্নিত করতে পারবে এই যন্ত্র।

এই যন্ত্র তৈরি করতে গাইড করেছেন অধ্যাপক পি ভেঙ্কটেশ্বরন।

তিনি জানান, এরই মধ্যে চিকিৎসকরাও এই যন্ত্রের সম্ভাবনার কথা মেনে নিয়েছেন। খুব তাড়াতাড়ি পরীক্ষামূলকভাবে চালু হবে যন্ত্রটির ব্যবহার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!