• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে সৌদি সফরে ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৭:১২ পিএম
কাশ্মীর ইস্যুতে সৌদি সফরে ইমরান খান

ঢাকা : কাশ্মীর ইস্যুতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে তিনি অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের উদ্দেশে ইসলামাবাদ ছাড়েন পাকিস্তান প্রধানমন্ত্রী।

দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে তিনি এই সফরে গেছেন। কাশ্মীর ইস্যুটি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও কাশ্মীর পরিস্তিস্থি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে তিনি সৌদি সফরে গিয়েছেন।

এছাড়াও আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসবেন ইমরান খান।

গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবিধানিক বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয়ার ঘোষণা দেয় ভারত। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে এক উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।

সোনালীনিউজ/এএস

 

Wordbridge School
Link copied!