• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরিদের ওপর অত্যাচার চালানো হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০১৯, ০৫:২১ পিএম
কাশ্মীরিদের ওপর অত্যাচার চালানো হচ্ছে

ঢাকা : ইরানের জ্যেষ্ঠ মুফতি আয়াতুল্লাহ লোতফোল্লাহ সাফি গোলপেগেনি বলেছেন, ভারতের সামরিক বাহিনী কাশ্মীরের জনগনের ওপর নির্দয়ভাবে অত্যাচার চালাচ্ছে। কোন পাপের কারণে কাশ্মীরের নিরীহ লোকদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে?

এক বিবৃতিতে এসব কথা বলেন ইরানের জ্যেষ্ঠ এ মুফতি। বিবৃতিতে তিনি ভারত সরকার কর্তৃক কাশ্মীরিদের ওপর অমানবিক নিপীড়নের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতের কাশ্মীরে বিপর্যয়কর ঘটনা ঘটছে। এ বিষয়টি প্রতিটি স্বাধীনতা প্রত্যাশী ব্যক্তির হৃদয়কে ভেঙে দেয়।

তিনি বলেন, কাশ্মীরের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকারের তথাকথিত লোকেরা, জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থা কেন নিরব রয়েছে? তারা কেন নিরীহ মানুষের বিরুদ্ধে এই অত্যাচারের নিন্দা করে না?

গত ৫ আগস্ট ভারত কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। জারি করা হয় কারফিউ এবং বন্ধ করে দেওয়া হয় টেলিফোন সংযোগ। এক কথায় বলতে গেলে কাশ্মীরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলে ভারত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!