• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে পাকিস্তানের গুলিতে কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০১৯, ০৫:৫৫ পিএম
কাশ্মীরে পাকিস্তানের গুলিতে কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা নিহত

ঢাকা : কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরোধমূলক গুলি বর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ছয় সেনা নিহত হয়েছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।

তারা বলছে, সীমানা নির্ধারণকারী রেখা (এলওসি) অতিক্রম করার কারণে তারা প্রতিরোধ করতে গেলে ভারতীয় সেনা নিহত হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক টুইট বার্তায় জানায়, ‘পাকিস্তান সেনাবহিনী আত্মরক্ষার্থে এলওসির তাত্তা পানি সেক্টরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুলি চালালে ভারতীয় সেনারা নিহত হয়।’

আইএসপিআর এর ওই টুইট বার্তায় আরও জানানো হয়, ‘এর আগে ভারতীয় সেনাদের গুলিতে ৭ বছরের শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। তাতে এক কর্মকর্তাসহ ভারতীয় ৬ সেনা নিহত হয়।’

তারের সঙ্গে ধাক্কায় ভেঙে পড়ল ভারতীয় হেলিকপ্টার, নিহত ৩ : ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ত্রাণবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। বুধবার সকালে ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির ওই কপ্টারটি উত্তরকাশীর মোরি থেকে বন্যাদুর্গত মোলডি অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে সেটি ভেঙে পড়ে।

দুর্ঘটনায় কপ্টারটির পাইলট, সহকারী পাইলটসহ তিন আরোহীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অপরজন সেখানকার বাসিন্দা।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ত্রাণ কাজে নিয়োজিত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ডের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ কয়েকদিনের বন্যায় রাজ্যজুড়ে ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন জায়গায় বহু লোক আটকা পড়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!