• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিংবদন্তি অভিনেতা গিরিশ আর নেই


বিনোদন ডেস্ক জুন ১০, ২০১৯, ০২:৩০ পিএম
কিংবদন্তি অভিনেতা গিরিশ আর নেই

গিরিশ কারনাড

ঢাকা: ভারতের বর্ষীয়ান অভিনেতা, পরিচালক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাড আর নেই। আজ সোমবার ভোরে বেঙ্গালুরুর লাভেলি রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

১৯৩৮ সালের ১৯ মে তৎকালীন বোম্বে শহরে জন্ম হয়েছিল গিরিশের। চার ভাইবোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। তাঁর প্রাথমিক পড়াশোনা কর্নাটকে। অঙ্ক ও সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি ও অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের মানুষেরা।


১৯৭০ সালে কন্নড় ভাষার ছবি ‘সংস্কার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক গিরিশের। হিন্দি ভাষার ‘মন্থন’ (১৯৭৬), ‘পুকার’ (২০০০), ‘ইকবাল’ (২০০৫), ‘ডোর’ (২০০৬) ছবিতে অভিনয় করেছেন তিনি। সুপারস্টার সালমান খানের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও অভিনয় করেছেন গিরিশ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

১৯৬০ থেকে কন্নড় ভাষায় লেখক হিসেবে গিরিশ পরিচিতি পেতে শুরু করেন। পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন গিরিশ। ঝুলিতে রয়েছে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!