• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আইপিএলের ১৩ তম আসর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৭:১৭ পিএম
কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে আইপিএলের ১৩ তম আসর

ঢাকা: মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩ তম আসর। চলতি বছরের আইপিএল অন্যান্য বছরের মতো হবে না। উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ার গার্ল ছাড়াই করোনা মহামারির মধ্যে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নমেন্ট আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়েছে দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ার লিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সব থেকে বড় কথা, এবার আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেটার ও সমর্থক, দুজনের জন্যই যা খুবই খারাপ খবর। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে নেমে ক্রিকেটাররা কী করে নিজেদের উদ্বুদ্ধ করবেন সেটাই এখন দেখার।

এবার রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। এদিকে প্রায় এক বছর পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ২১ তারকা ক্রিকেটার মাত্র ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষে নেমে পড়বেন মাঠে। আইপিএলের এবারের আসরে নেই কোন বাংলাদেশী।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!