• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওকর্মী খুন


ভোলা প্রতিনিধি মে ১০, ২০১৮, ০৭:০৫ পিএম
কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওকর্মী খুন

ভোলা: জেলা সদরের আলীনগর গ্রামে কিস্তির টাকা তুলতে গিয়ে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক এনজিও কর্মী খুন হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে ওই গ্রামের হাজীর হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিল্লাল সদরের বাপ্তা কানাইনগর গ্রামের বাসিন্দা। তিনি হিড বাংলাদেশের এনজিওকর্মী ছিলেন। দুপুরে বিল্লাল আলীনগর গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় দুলু বেগমের বাড়িতে কিস্তির টাকা তুলতে যান। এ সময় টাকা নিয়ে দুলু বেগম ও তার ছেলে সঙ্গে ওই এনজিওকর্মীর কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তারা বিল্লালকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিয়া বলেন, ঘটনাস্থল থেকে এনজিও কর্মী বিল্লালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!