• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুকুরের নাম গিনেস বুকে! (ভিডিও)


ফিচার ডেস্ক জুন ৩০, ২০১৬, ১২:৪৪ পিএম
কুকুরের নাম গিনেস বুকে! (ভিডিও)

ছোট্ট টুইংকি আপনাকেও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। টুইংকি আসলে একটি জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির কুকুর। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। এই প্রজাতির কুকুর আকারেও খুব একটা বড় হয়না। এইটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, কী এমন কাজ যা একটি খুদে কুকুর করতে পারে অথচ আপনি পারবেন না?

৩৯.০৮ সেকেন্ডে একশোটি বেলুন ফাটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলেছে টুইংকি। আর তার এই কীর্তির ভিডিও ইন্টারেনেটে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই প্রথম কোনও কুকুর এত কম সময়ে একশোটি বেলুন ফাটালো। এর আগে কেরি নামে একটি কুকুর ২০১৫ সালে ৪১.৬৭ সেকেন্ড সময়ে এই রেকর্ড তৈরি করেছিল।

টুইংকি অবশ্য এই গুণটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কারণ তার মা অ্যানাস্টেসিয়াও ২০০৫ এবং ২০০৮ সালে বেলুন ফাটানোয় নতুন রেকর্ড করেছিল। দু’জনেই একই মালিকের কাছে থাকে!

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!