• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুতুবেরহাট বাজার কমিটির সামছল সভাপতি, সোহেল সেক্রেটারি


নোয়াখালী প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০২০, ০৩:৫৪ পিএম
কুতুবেরহাট বাজার কমিটির সামছল সভাপতি, সোহেল সেক্রেটারি

নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বানিজ্য কেন্দ্র কুতুবেরহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন রোববার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে সামছল হক ও তালা প্রতীক নিয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো. সোহেল।

২০ সেপ্টেম্বর দিনব্যাপি স্থানীয় কুতুবেরহাট টি,এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়। 

নির্বাচিতরা হচ্ছে: সভাপতি সামছল হক চেয়ার মার্কা ১১৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন ১১০ ভোট, সাধারণ সম্পাদক মো. সোহেল তালা মার্কা ২০৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা ভূঁইয়া ৮১ ভোট, সহ-সভাপতি বেলায়েত হোসেন সুমন টিয়া পাখি মার্কা  ১৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন ১০৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক আবু নাছের সোহাগ সাইকেল মার্কা ১২৮ ভোট, নিকটতম  প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন ৫৪ ভোট, কোষাধ্যক্ষ মো. জহির উদ্দিন বিমান মার্কা ১০৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন ৬৯ ভোট, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন টেবিল ফ্যান মার্কা ২০৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান ৬৯ ভোট। সদস্য নিবাচিত হন উদ্দিন ১৭৪ ভোট, ওমর ফারুক ১৬৪ ভোট ও আজমীর হোসেন ১৯৮ ভোট।

এরআগে বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হন সাংগঠনিক সম্পাদক পদে মোশারেফ হোসেন ও প্রচার সম্পাদক পদে আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন-নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ-সার্কেল) মোহাম্মদ শাহাজাহান শেখ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা, নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উল্যাহ (বিএসসি), নবীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব, সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, কুতুবেরহাট টিএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া প্রমুখ।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কুতুবেরহাট টি,এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!