• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ ভাগ, বেড়েছে জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক মে ৩১, ২০২০, ১২:৩১ পিএম
কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ ভাগ, বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৮৫.২২ ভাগ। যা গতবারের থেকে কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৭.১৬ ভাগ। তবে এবার বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গতবার এ সংখ্যা ছিলো ৮ হাজার ৭৬৪।

এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। এবার শতভাগ পাস করেছে ১৬২টি প্রতিষ্ঠান। শতভাগ ফেল প্রতিষ্ঠান নেই।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে এবার পরীক্ষায় অংশ গ্রহণ করে এক হাজার ৭৩২টি প্রতিষ্ঠান। জেলাওয়ারী ফলাফলের শীর্ষে ফেনী ৮৮.১৫ ভাগ, সবার শেষে নোয়াখালী ৮১.৫৯ ভাগ।

রোববার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!