• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে বিদায় করে ফাইনালে মাশরাফির রংপুর


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১১, ২০১৭, ০৯:৪০ পিএম
কুমিল্লাকে বিদায় করে ফাইনালে মাশরাফির রংপুর

ফাইল ছবি

ঢাকা: দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনালে উঠেছে মাশরাফি বিন মুর্তাজার রংপুর রাইডার্স। তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করেছে উত্তরবঙ্গের দলটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে তিস্তাপাড়ের দলটি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রংপুর রাইডার্সের দেয়া ১৯৩ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে ইনিংসের শেষ বলে ১৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪.৪ ওভারেই তুলে ফেলেন ৫৪ রান তুলে ফেলেছিল দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। কিন্তু মাশরাফি আার বেশি এগোতে দেননি ওপেনিং জুটি। ৩৬ রান করা কুমিল্লার অধিনায়ককে সোহাগ গাজীর ক্যাচ বানিয়ে বিদায় করেন তিনি।

গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে ভাল করা ইমরুল কায়েস এদিন কোন রান না করেই ফিরে গেছেন। এরপর লিটন দাসের ৩৯, মারলন স্যামুয়েলসের ২৭ এবং জশ বাটলারের ২৬ রান কুমিল্লার জয়ের জন্য যথেষ্ট ছিল না। যে কারণে ফাইনালের নিকটে এসেও বিদায় নিতে হলো তৃতীয় আসরের চ্যাম্পিয়নদের। অবশ্য মাঝপথে নিয়ম বদলে না গেলে কালই (রোববার) ফাইনালে উঠে যেত তামিমের দল।

নির্ধারিত সময়ে খেলা শুরু না হলে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কুমিল্লারই ফাইনালে যাওয়ার কথা। কিন্তু সেটি মানতে চায়নি রংপুর। বিপিএল গভর্নিং কাউন্সিল ২ ঘন্টা বাড়িয়ে খেলার প্রস্তাব দেয় কুমিল্লাকে। এটা মানেনি তামিম ইকবালসহ টিম ম্যানেজম্যান্ট। কুমিল্লা ফ্রাঞ্চাইজির সত্বাধিকারী আ হ ম মুস্তফা কামালের সাথে বাগবিতণ্ডা হয় বিপিএল কর্তাদের।

অনেক নাটকের পর ১০টা ১০ মিনিটে ঘোষণা দেওয়া হয় খেলা পুনরায় শুরু হবে সোমবার সন্ধ্যায়। অনেক তর্ক হলেও দুই অধিনায়ক অবশ্য হাসিমুখে সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে রোববার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যেকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি স্থগিত করা হয়েছিল। দুই দলের অসমাপ্ত খেলাটি সোমবার (১১ ডিসেম্বর) সন্ধা ৬টায় শুরু হয়। আর শুরুতেই ব্যাটের ঝড় তোলেন দুই অপরাজিত ব্যাটসম্যান জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম।

১৫১ রানের জুটি গড়েন চার্লস ও ম্যাককালাম। পাকিস্তানি হাসান আলীর বলে আউট হয়ে বিদায় নেয়ার আগে ৭৮ রানের এক ঝলমলে ইনিংস খেলেন এই কিউই ব্যাটসম্যান। ৪৬ বলে ১টি চার আর ৯ ছক্কায় এই রান করেন তিনি। ফলে পুরো বিপিএলে নিষ্পপ্রভ থাকলেও শেষভাগে এসে জ্বলে উঠেছে ম্যাককালামের ব্যাট।

ম্যাককালাম বিদায়িনিলেও তান্ডব চালাতে থাকেন চার্লস। ৬৩ বলে তিনি খেলেন ১০৫ রানের হার না মানা এক ইনিংস। ক্যারিবিয় এই ব্যাটসম্যানের ইনিংসটিতে ছিল ৯টি বাউন্ডারি আর ৭টি ছক্কার মার। কুমিল্লার পক্ষে ১টি করে উইকেট নেন মেহেদী হাসান, হাসান আলী আর মোহাম্মদ সাইফুদ্দীন।

এর আগে রোববার মিরপুর শেরে বাংলা টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিং-এ নেমে উদ্বোধনী জুটিতে ২৫ বলে ২৭ রান তুলেন রংপুরের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও জনসন চালর্স। মাত্র ৩ রান করে গেইল ফিরলেও, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে ইনিংস মেরামত করেন চার্লস। কিন্তু ৭ ওভার শেষে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। এসময় ৪টি করে চার ও ছক্কায় মাত্র ২৬ বলে অপরাজিত ৪৬ রান করেন চার্লস। ৪ রানে অপরাজিত ছিলেন ম্যাককালাম।

বৃষ্টির কারণে খেলা যখন শেষ হয়, তখন ঘড়িতে সময় ছিলো ৬টা ৩৫ মিনিট। এরপর ৮টা ৫৪ মিনিটে বৃষ্টি থেমে গেলে পীচ থেকে কভার সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে মাঠ পরিচর্যা করা হলে আর খেলা শুরু হয়নি। শেষ পর্যন্ত ১০টা ১০ মিনিটে বিপিএল কমিটি সিদ্বান্ত নেয় গতকালের খেলার বাকী অংশ সোমবার অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!