• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ব্যবসায়ী হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড


আদালত প্রতিবেদক অক্টোবর ১৪, ২০১৯, ০৮:১৫ পিএম
কুমিল্লায় ব্যবসায়ী হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

ঢাকা : কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা না পাওয়ায় বিচারক রায়ে তিনজনকে খালাস দিয়েছেন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সজীব, মো. শাওন, মো. হারুন, আবু তাহের, মো. রাজীব, মো. রুবু, মমিন, মোহসিন ও মো. আমিন। আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, খোকন মতিন, শাহপরান ও শামীম।

চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!