• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, বাবা লাপাত্তা


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ২৬, ২০২০, ০৩:২৩ পিএম
কুষ্টিয়ায় ৭ মাসের শিশু আইসোলেশনে, বাবা লাপাত্তা

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শিশুর বয়স মাত্র ৭ মাস।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার বলেন, ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠাণ্ডা, কাশি ছিল। ওই দিনই পরিবারের সদস্যরা জানান, তাদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি। ওই শিশুটিকে শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) শিশুটির অবস্থা অবনতির দিকে যায়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন। 

এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়। তবে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কালিশংকরপুরে অবস্থিত ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!