• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি


কুড়িগ্রাম প্রতিনিধি জুলাই ১২, ২০২০, ১২:৩৬ পিএম
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার প্রধান প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, দুধকুমার, গংগাধরেরও পানি বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৩০ গ্রাম প্লাবিত হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। পানির চাপে হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!