• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কূটনৈতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ০৭:৫০ পিএম
কূটনৈতিকদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বৈঠক চলছে।

জানা গেছে, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সরকার ও ইসির ভূমিকা নিয়ে অবহিত করতেই কূটনীতিকদের সঙ্গে এ বৈঠক করছে বিএনপি।

কূটনৈতিকদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, জার্মানি, ইন্দোনেশিয়া, মরক্কো, সুইডেন, পাকিস্তানের পলিটিক্যাল সেক্রেটারি, তুরস্ক, স্পেন, ভিয়েতনাম, নরওয়ে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার উপ-রাষ্ট্রদূত।

বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও বিএনপির সাংগঠনিক বিষয়ক সম্পাদক প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!