• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষক ক্ষেতে আগুন দিচ্ছে, সরকার নির্বিকার: দুদু


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৯, ০৩:০১ পিএম
কৃষক ক্ষেতে আগুন দিচ্ছে, সরকার নির্বিকার: দুদু

ঢাকা: ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষক নিজ হাতে নিজের ক্ষেতে ফলানো সোনার ধানে আগুন দিলেও ‘সরকার নির্বিকার’ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে এখন ভয়ঙ্কর একটি শাসন চলছে। যে শাসনে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ ছাত্র-যুব-নারী কেউ নিরাপদ নয়। কারোর পক্ষেই স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হচ্ছে না।’

রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষকের ধানসহ সকল প্রকার ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘গত এক শতাব্দিতে লক্ষ্য করবেন, কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই জুলুমবাজ সরকারের আমলে সেটিই ঘটেছে। কী ভয়ঙ্কর! কৃষক তার ধানের ন্যায্য মূল্য না পেয়ে নিজের ক্ষেতে নিজ হাতে আগুন দিচ্ছে। অথচ বাকশালী সরকার সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছে।’

বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, ‘বর্তমান কৃষিমন্ত্রীর বাড়ি টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে। কৃষিমন্ত্রী কিছু করেন নাই, প্রধানমন্ত্রী কিছুই করেন নাই। কিছু না করার কারণ হলো- এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার অবৈধ বলেই জনগণের কাছে কৃষকদের কাছে কোনও কৈফিয়ত তারা দিতে চায় না।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!