• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষক বনি হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


ফরহাদ খান, নড়াইল মে ১৯, ২০১৯, ০২:২৯ পিএম
কৃষক বনি হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামের কৃষক বনি মোল্যা (২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে পারবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এছাড়া  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন নিহতের বাবা হাশেম মোল্যা, বোন প্রিয়াঙ্কা খানম, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, বাদশা শেখ, রতন মোল্যা প্রমুখ।  

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১১ মে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে বনি মোল্যাকে হত্যা করে। হত্যাকান্ডের দুইদিন পর ১৩ মে নিহতের বাবা হাসেম মোল্যা বাদী হয়ে প্রতিপক্ষের সালাম শেখসহ ৩২ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন। কিন্তু বেশির ভাগ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসব কর্মসূচীতে এলাকার হাজারো নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, রোববার দুপুর পর্যন্ত আশিক (২৩) ও সেলিম মোল্যা (৫০) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!