• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেউ পাস করেনি ৪১ কলেজে


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ১০:৫৪ এএম
কেউ পাস করেনি ৪১ কলেজে

ঢাকা : এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন, যা মোট পাসের ৩ দশমিক ৫৪ শতাশং। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। 

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষামন্ত্রী গড় পাসের হার ও তুলনামূলক চিত্র তুলে ধরেন।

দীপু মনি জানান, এবছর ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। অন্যদিকে ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!