• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেন বল করতে চাননি মোস্তাফিজ, কারণ জানাচ্ছেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৮, ০২:৫৮ পিএম
কেন বল করতে চাননি মোস্তাফিজ, কারণ জানাচ্ছেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: নাটকীয়ভাবে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে বলতে গেলে যাদু দেখিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৬ বলে দরকার ছিল ৮ রান। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি ও রশিদ খান। দুর্দান্ত শেষ ওভারে মোস্তাফিজ দিলেন ২ রান, লেগ বাই থেকে আসে আরও ২ রান। ৩ রানে জিতে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ।

তবে একটা পর্যায়ে ওই শেষ ওভার পর্যন্ত যাওয়ার অবস্থায় ছিলেন না মোস্তাফিজ। শরীর সায় দিচ্ছিল না। ৫ ওভারের পর থেকেই পায়ে ক্র্যাম্প করছিল। মাশরাফি তবু তার কাছ থেকে আদায় করে নিয়েছেন আরও ৪ ওভার!

সে প্রসঙ্গ টেনে মাশরাফি বলছিলেন,‘  ও ৫ ওভারের পর থেকেই বলছিল, ‘ভাই, আমি আর পারব না’। আমার তো মাথায় হাত! আজকে রুবেলও নেই। ম্যাচ তো জিততেই হবে, ওকে আমার লাগবেই। ওর ১০ ওভার তো হিসাব করা আমার। আমি বারবার ওকে বলেছি, পারতেই হবে। বলেছি নিজেকে পুশ করতে। চেষ্টা করেছি ছোট স্পেলে ওকে বোলিং করাতে।’

তিনি যোগ করেন,‘ ওর কাফ মাসলে টান লাগছিল। এফোর্ট দিতে পারছিল না, ইয়র্কার পারছিলই না শেষ দিকে। আমি বললাম যে, অন্তত রান আপে আস্তে আস্তে দৌড়ে গিয়ে হলেও কাটার দিয়ে কাজ চালিয়ে নিতে। চেষ্টা করেছি সাহস দিতে। তবে আমার কাজ তো ছিল স্রেফ বলা, আসল কাজ সে করেছে। এই অবস্থার মধ্যেও যেভাবে বোলিং করেছে, ওকে কৃতিত্ব দিতেই হবে।’

মাশরাফিও মাঠে যথেষ্ট ভুগেছেন। ডিহাইড্রেশন হয়েছিল। ক্র্যাম্পও হচ্ছিল। কিন্তু অসম্ভব মনের জোরে সেসবকে পাত্তাই দেননি মাশরাফি,‘ আমারও কষ্ট হচ্ছিল প্রচণ্ড। শরীর সাপোর্ট দিচ্ছিল না। কিন্তু আমি যদি নিজের এসব কথা বলি, অন্যরা আরও দমে যাবে। এজন্যই চেষ্টা করেছি ওদেরকে যত সাপোর্ট দেওয়া যায়। মাঠে শিশির ছিল, ঘাম তো দরদর করে ঝরছিল। হাতে বল গ্রিপ করাই অসম্ভব হয়ে পড়ছিল।

অনেকবার আমরা মাটিতে হাত ঘষেছি। লাভ বেশি হয়নি। সাকিবের কাজটা কঠিন হয়ে পড়ছিল। শিশির আর ঘামে ভিজে বল ব্যাটে যাচ্ছিল ভালোভাবে। আমার,  মোস্তাফিজের অনেকগুলো কাটার গ্রিপ করেনি। অন্তত ৬টি কাটার গ্রিপ করেনি। শেষ দিকের ছক্কাটি খেলাম বল গ্রিপ করেনি বলেই। এরপরও শেষ পর্যন্ত ভালোয় শেষ করতে পেরেছি, এটাই আসল কথা।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!