• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেমন হতে পারে আজকের বাংলাদেশ একাদশ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ০৯:৫৭ এএম
কেমন হতে পারে আজকের বাংলাদেশ একাদশ

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট পড়েছে মধুর সমস্যায়। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে কাকে খেলাবেন? ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস-তিনজনই রানের মধ্যে আছেন। এই তিনজনের মধ্যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। যেটাকে বলা হচ্ছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। 

তবে টিম ম্যানেজম্যান্ট সূত্রে যেটি খবর তামিমের ওপেনিং সঙ্গী হতে পারেন ইমরুল কায়েস। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে সৌম্য তিনে নেমে সেঞ্চুরি মেরেছিলেন। আজ সেরকম সম্ভাবনা খুব একটা নেই। কারণ তিনে খেলতে পারেন লিটন। তাহলে সৌম্যর জায়গা কোথায়? 

ক্যারিবীয় দলে ডান হাতি বোলার বেশি হওয়ায় টানা তিন বাঁহাতি ব্যাটসম্যানকে খেলাতে চায় না টিম ম্যানেজম্যান্ট। সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাও বলেছেন, ‘এখানে সমন্বয়ের ব্যাপার আছে। ওপেনিংয়ে ইমরুল শেষ তিনটা ম্যাচেই প্রায় সেঞ্চুরি করেছে। দুটি সেঞ্চুরি, একটা বড় ফিফটি আছে। ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশনটা জরুরি কতটুকু, এটাও দেখতে হবে।’

ওপেনিংয়ে তামিম-ইমরুল, তিনে লিটন খেললে সৌম্যর একাদশে জায়গা পাওয়াই কঠিন। মাশরাফি অবশ্য এও বললেন, ‘সৌম্য (এশিয়া কাপের) ফাইনালে সাত নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছে। বিশ্বকাপের কথা ভেবে আমরা এমন কিছু করতেও পারি।’

টেস্টে চার স্পিনার খেললেও ওয়ানডেতে সেই চিত্রটা পাল্টে যায়। এখানে অধিনায়ক নিজেই একজন পেসার। মোস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস। ক্যারিবীয়দের বিপক্ষে তিন পেসার খেলাতে চান অধিনায়ক। তাহলে আরেকজন পেসার কে? মাশরাফি বলছেন, ‘রুবেল অসাধারণ। সবার চেয়ে দুর্দান্ত। এশিয়া কাপে সেরা বোলার ছিল। রুবেল যেন তার সেরা জায়গা থেকে পিছিয়ে না যায়।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন/সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান। 



সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!