• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে: আইজিপি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১০:০৬ এএম
কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে: আইজিপি

ঢাকা: আগুনে ক্ষতিগ্রস্ত চকবাজার এলাকা পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও এখানে একটি পিকআপে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিলো।’

বুধবার রাতে রাজধানীর চকবাজারে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্র বলছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।

আইজিপি জানান, ঘটনাস্থলের চারদিকে রাস্তাগুলো অনেক সরু। আশপাশে পানির কোনো উত্সও ছিলো। বিভিন্ন জায়গা থেকে আসা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার।

তিনি বলেন, ‘এখনই সময় জিঞ্জিরা এলাকা থেকে কেমিক্যালের উত্সগুলো সরিয়ে ফেলা। এ জন্য সিটি করপোরেশনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশও অবশ্যই সহযোগিতা করবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!