• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:১২ এএম
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯

ঢাকা : কেরানীগঞ্জের চুনকোটিয়া এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে উন্নীত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আরো ১১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। 

এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ নামে ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুনে দগ্ধ হয় ৩৪ জন। পরবর্তীকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে ঢামেকে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তিরত ৩৪ জনের মধ্যে বুধবার রাত ১২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ওই কারখানাটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর চলতি বছরের ২৫ এপ্রিল আবারও ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই দুইটি অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সর্বশেষ বুধবার তৃতীয়বারের মতো আগুন লাগে কারখানাটিতে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!