• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোচ জেমি ডের সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের


ক্রীড়া প্রতিবেদক মে ২০, ২০১৯, ১০:০৫ পিএম
কোচ জেমি ডের সঙ্গে চুক্তি নবায়ন বাফুফের

ফাইল ছবি

ঢাকা: জেমি ডের অধীনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। ফলে এই ইংলিশ কোচের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এরইমধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে। শিগগিরই মাঠে নামবে লাল সবুজের জাতীয় দল।  

সোমবার ইংল্যান্ড থেকে একটি অনলাইনকে জেমি ডে বলেছেন, ‘দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে। ২৩ মে ঢাকায় যাচ্ছি। পরদিন ১০ দিনের ক্যাম্প করতে ব্যাংককে যাবো আমরা।’

জাতীয় দলের সামনে এখন ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। প্রাক বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। ৬ ও ১১ জুন অ্যাওয়ে ও হোম ম্যাচে লাওসের বাধা পেরোতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে লাল-সবুজ দল।

জেমি ডে জানিয়েছেন, ‘লাওস ম্যাচের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছি। এই দল নিয়েই ব্যাংককে যাবো আমরা। সেখানে ছেলেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। আশা করি, লাওস থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে পারবো।’

ব্যাংকক থেকেই ৩ জুন লাওসে যাবে জাতীয় দল। তার তিন দিন পরই প্রাক বাছাই পর্বের প্রথম ম্যাচ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!