• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোচিং ও প্রাইভেট সেন্টার খোলা থাকলেই জেল-জরিমানার ঘোষণা


রাজবাড়ী প্রতিনিধি মার্চ ১৭, ২০২০, ০৩:৪২ পিএম
কোচিং ও প্রাইভেট সেন্টার খোলা থাকলেই জেল-জরিমানার ঘোষণা

রাজবাড়ী: সরকারি নির্দেশনা অমান্য করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোচিং ও প্রাইভেট সেন্টার খোলা থাকলেই জেল-জরিমানা করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বালিয়াকান্দি শহরে একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান চলছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম আজমল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় কোচিং সেন্টার মালিককে সতর্ক করা হয়।

এসময় জানান হয়, সরকার ঘোষিত বন্ধের দিনে কোনো কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, মঙ্গলবার উপজেলার সাতটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। বুধবার থেকে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!