• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোন সময় সেক্স করা শরীর ও মনের জন্য উপকারি


নিউজ ডেস্ক এপ্রিল ২৪, ২০১৯, ১০:০২ পিএম
কোন সময় সেক্স করা শরীর ও মনের জন্য উপকারি

ছবি সংগৃহীত

ঢাকা: সকালে সেক্স-এর এক আলাদা উন্মাদনা! ভিন্ন আমেজ! বিশেষজ্ঞরা বলেন শরীর ও মনের জন্যও নাকী ভাল! সিংহভাগ পুরুষেরা এই মতের সঙ্গে এক বাক্যে সায় দেন। কিন্তু কী বলছেন মহিলারা?

একটি বিদেশি অনলাইন পোর্টাল সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মহিলারা মর্নিং সেক্স পছন্দ করেন না, তেমনটা নয়, কিন্তু সেই সংখ্যাটা বেশ কম। প্রায় এক হাজার মানুষকে নিয়ে ওই সমীক্ষা হয়েছিল। তার মধ্যে ৫৬ শতাংশ ছিলেন মহিলা, বাকি ৪৩ শতাংশ পুরুষ।

৬৩ শতাংশ মহিলা স্বীকার করেছেন তাঁরা কখনও মর্নিং সেক্স করেননি, বিষয়টি পছন্দও করেননা! অন্যদিকে, মাত্র ৩৭ শতাংশ পুরুষ বলেছেন, তাঁরা মর্নিং সেক্স করেননি। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, সকালে সেক্স মানে শুধুই সময় নষ্ট!

কিন্তু মর্নিং সেক্স-এর বিপক্ষে মহিলাদের কাছে রয়েছে একাধিক যুক্তি। প্রায় ৫০.৭ মহিলারা বলছেন, সকালে তাঁদের সেক্স করার মুড থাকে না। ৩৫.৬ শতাংশ মহিলার কাছে মর্নিং সেক্স মানে সময় নষ্ট আর ৩২.৯ শতাংশ মনে করেন সকালে তাঁদের এনার্জি থাকে না।

তবে, সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ২০ শতাংশ মহিলা মর্নিং সেক্স-এর পক্ষে! তাঁদের মতে, এর অনুভূতিই আলাদা!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!