• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোনও অ্যাথলেট নন অটোকে দৌঁড়ে হারালেন বোল্ট


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৫, ২০১৯, ০২:৪৭ পিএম
কোনও অ্যাথলেট নন অটোকে দৌঁড়ে হারালেন বোল্ট

ঢাকা : ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসরে চলে গিয়েছেন উসাইন বোল্ট। শেষবার তাঁকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল ২০১৭ সালে লন্ডনে। সেবার বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটারে ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে বিদায় নিয়েছিলেন বোল্ট।

কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ড গ্রহে বিশ্বের দ্রুততম মানব যে এখনও আগের মতোই আছেন, তা ফের প্রমাণ করে দিয়েছেন তিনি। পেরুর রাজধানী লিমায় অ্যাথলেটিক স্টেডিয়ামে গিয়েছিলেন মাত্র ৩০ মিনিটের জন্য। যে স্টেডিয়ামেই হবে প্যান আমেরিকান এবং পারাপান আমেরিকান গেমস। স্বকীয় মেজাজে সবার মন জিতে নিলেন বিশ্বের দ্রততম মানব।

সেখানেই একটি অনুষ্ঠানে অটোর বিরুদ্ধে দৌঁড়ালেন বোল্ট। ৫০ মিটারের সেই দৌড়ে অটোকেও হারিয়ে জিতলেন অনায়াসে। পরে বোল্ট বলেছেন, ‘দৌড়ের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক। তাকে ছেড়ে আমি থাকতে পারব না।’ রসিকতার সুরেই বলেছেন, ‘ট্র্যাক থেকে সরে গিয়েছি অনেক আগেই। আমাকে তাই অনেকে বয়স্ক ভাবতে শুরু করেছেন। তাই এই গাড়িকে বেছে নিলাম। মনে হচ্ছে, গতিতে মন্থরতা আসেনি।’

লিমার অ্যাথলেটিক স্টেডিয়ামের ট্র্যাক দেখে খুশি বোল্ট। তিনি বলেছেন, ‘এ ধরনের ট্র্যাক দেখে আমি যেমন আনন্দিত, তেমনই দুঃখিত। আনন্দ লাগছে এটা দেখে যে, এমন ট্র্যাকে দুর্দান্ত অ্যাথলিটদের দেখার সুযোগ পাবেন দর্শকেরা। দুঃখ লাগছে এটা দেখে যে, আমার দেশ জামাইকাতে এমন একটা ট্র্যাক নেই যেখানে নতুন প্রজন্মের অ্যাথলিটরা অনুশীলন করতে পারে। তাদেরকে ভালো ট্র্যাকে অনুশীলন করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সুন্দর একটা ট্র্যাক তৈরি না হলে সেরা তারকাও উঠে আসে না। আমি আশা করব, পেরু থেকে অনেক ভালো মানের অ্যাথলিট উঠে আসবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Wordbridge School
Link copied!