• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির উইকেটকেই জীবনের সেরা বলছেন আবু জায়েদ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ০৭:৩৩ পিএম
কোহলির উইকেটকেই জীবনের সেরা বলছেন আবু জায়েদ

ঢাকা: ইন্দোর টেস্টে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার আবু জায়েদ। সিলেটের এই ডানহাতি পেসার আউট করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানদের। এরমধ্যে কোহলির উইকেট প্রাপ্তিকে জীবনের সেরা বলে মানছেন আবু জায়েদ।

টেস্টের দ্বিতীয় দিনে চেতশ্বর পূজারাকে স্লিপে ক্যাচ বানানোর দুই বল পরই তিনি শূন্য রানে ফিরিয়ে দেন কোহলিকে। আবু জায়েদের ভেতরে ঢোকা বলে লাইন মিস করলে পেছনের পায়ে লাগে কোহলির। এলবিডব্লুর জোরালো আবেদন মাঠের আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে উৎসবে মাতে বাংলাদেশ।

প্রথম দিনে ভারতের ইনিংসের শুরুতে আবু জায়েদ ফেরান রোহিত শর্মাকেও। এই দুই উইকেটের মূল্য তার কাছে আলাদা, তবে কোহলির উইকেট জীবনের সেরা, ‘অবশ্যই ভালো লেগেছে। কোহলি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। তাকে আউট করা আমার স্বপ্নের উইকেট। সারাজীবনের সেরা উইকেট’

৭৩ রানেই ৪ উইকেট পেয়ে গিয়েছিলেন, তবে ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ২৫-৩-০৮-৪। ফিল্ডাররা ক্যাচ না ছাড়লে অনায়াসে এই ফিগার হতে পারত আরও ভালো। যে মায়াঙ্ক আগারওয়াল ডাবল সেঞ্চুরি করে ম্যাচ থেকে ছিটকে দেন বাংলাদেশকে, সেই আগারওয়ালকেও প্রথম দিনেই ফেরাতে পারতেন তিনি। তার বলে ৩২ রানে থাকা আগারওয়ালের ক্যাচ ফেলে দেন ইমরুল কায়েস। তবে ওসব ভেবে আর আফসোস বাড়াচ্ছেন না আবু জায়েদ, ‘ এটা খেলার অংশ। মিস হয়ে গেলে কিছু করার নাই।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!