• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোহলির সেঞ্চুরি, রানের নিচে চাপা পড়েছে উইন্ডিজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৫, ২০১৮, ১২:৪৭ পিএম
কোহলির সেঞ্চুরি, রানের নিচে চাপা পড়েছে উইন্ডিজ

ঢাকা: শচীন টেন্ডুলকারকে ধাওয়া করছেন বিরাট কোহলি। মাঠে নামলেই সেঞ্চুরি পেয়ে যাচ্ছেন। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই ক্যারিয়ারে ২৪ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ভারতও উঠতে চলেছে রান পাহাড়ে।

এ প্রতিবেদন লেখার সময় মধ্যাহ্নভোজের বিরতি চলছিল। ভারত ৫ উইকেটে ৫০৫ রান তুলেছে। কোহলি ১২০ ও রবিন্দ্র জাদেজা ১৬ রান নিয়ে ব্যাট করছেন।

১৮৪ বলে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। এর মধ্যে সাতবার বলকে বাউন্ডারি ছাড়া করেন। কোনও ছক্কা মারেননি। বোঝাই যাচ্ছে, পুরো টেস্ট মেজাজে ব্যাট করেছেন ভারত অধিনায়ক।

সেঞ্চুরি পেতে পারতেন ঋষভ পন্থও। দূর্ভাগ্য তাঁর দেবেন্দ্র বিশুর বলে নার্ভাস নাইনটিজের শিকার হয়ে আউট হয়েছেন ৯২ রানে। ওয়ানডে মেজাজে খেলে পন্থ এই রান করেছেন ৮৪ বলে। বাউন্ডারি মেরেছেন আটটি, ছয় চারটি।

রাজকোট টেস্টের প্রথমদিনেই সেঞ্চুরি ‘বিস্ময় বালক’ পৃথ্বী শ। ইংল্যান্ড সিরিজে হারলেও রান পেয়েছিলেন কোহলি। সেঞ্চুরিও করেছিলেন। সেই ফর্মটাই তিনি টেনে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যা বোঝা গেল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরিতে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!