• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টিনে অপূর্ব ও মেহজাবিন


বিনোদন ডেস্ক জুলাই ১০, ২০২০, ০৯:০৯ পিএম
কোয়ারেন্টিনে অপূর্ব ও মেহজাবিন

ঢাকা : করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দী ছিলেন সময়ের জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।  গত মঙ্গলবার থেকে ফিরেছেন শুটিংয়ে। তবে অপূর্ব-মেহজাবিন আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রথম কাজে পুরো টিম করোনা পরীক্ষা করে নামবে। সে কথা মতোই করোনা নেগেটিভ নিয়ে ২২ জনের দল শুটিংয়ে নামেন। কিন্তু দ্বিতীয়বারের পরীক্ষায় শুটিং ইউনিটের দু’জনের কোভিট-১৯ পজিটিভ আসে। তাই শুটিং বন্ধ করে পরিচালক, অভিনয়শিল্পী অপূর্ব, মেহজাবিনসহ শুটিং সংশ্লিষ্ট সবাই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। ঘটনাটি ঘটেছে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের শুটিং সেটে।

নির্মাতা বলেন, ‘এটি আমাদের দুর্ভাগ্য। আমরা মানবিক কারণেই ওই দু’জনের নাম প্রকাশ করতে চাইছি না।  আমরা পুরো টিম করোনা পরীক্ষার করে এরপর শুটিংয়ে নেমেছি।  এর জন্য বাড়তি খরচও করেছে প্রোডাকশন।  প্রথম দিন সন্ধ্যায় শুটিংয়ে দুজন সদস্য সামান্য অসুস্থবোধ করলে ইউনিটের দায়িত্বে তাদের দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করানো হয়। গতকাল দুজনের ফলাফল পজিটিভ আসে।’

মিজানুর রহমান আরিয়ান আরও বলেন, ‘নাটকের আর মাত্র দুটি দৃশ্যের শুটিং বাকি ছিল। শুটিংয়ের দ্বিতীয় দিনও সারাদিন দুজন বেশ ভালোই ছিলেন। সন্ধ্যায় কোভিট-১৯ পজিটিভ জানার পরপরই আমরা শুটিং বন্ধ করে দেই। ইউনিটের দায়িত্বে তাদের দুজনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি শুটিং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন নাটকটির প্রযোজক।’

মেহজাবিন বলেন, ‘প্রায় ১২২ দিন পর শুটিংয়ে ফিরেছি। সব নিয়ম মেনেই শুটিংয়ে নেমেছি। পুরো টিমের সদস্যদের করোনা পরীক্ষা করেই শুটিং শুরু করেছিলাম। প্রথম ও দ্বিতীয় দিন বেশ ভালোই শুটিং করেছি। কারও কোনো লক্ষণ বোঝা যায়নি। জানার পর শুটিং বন্ধ করে গতকাল সন্ধ্যার পর থেকেই বাসায় আলাদা আছি। কাল বা পরশু আরেকবার করোনা পরীক্ষা করাব।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!