• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১০, ২০১৮, ১০:১৩ এএম
ক্যালিফোর্নিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৩

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনা ঘটে।

বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়। যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছে। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে। 

ভূমিধসের পর রাস্তায় কাদাজলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে। কদিন আগেও ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চল।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!