• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় ২৫০ বছরের পুরনো চার্চ পুড়ে ছাই


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০২০, ০২:৫৭ পিএম
ক্যালিফোর্নিয়ায় ২৫০ বছরের পুরনো চার্চ পুড়ে ছাই

ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অতিপ্রাচীন ক্যাথলিক খ্রিস্টানদের একটি চার্চ পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত চার্চটিতে ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংস্কারকাজ চলছিল। এমন সময় এ অগ্নিকাণ্ড ঘটল। খবর ডয়েচে ভেলে।

স্থানীয় সময় শনিবার ভোরের দিকে চার্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপককর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন পল নেগ্রেতে বলেন, চার্চের ছাদ একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরেও অনেক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। চার্চটিতে ২০০ বছরের আগেরও অনেক পুরাকীর্তি ছিল। এর মধ্যে রয়েছে স্পেন থেকে আনা হাতে বানানো বেশ কিছু মূর্তি। ১৭৯০ সালে মেক্সিকো থেকে আনা কিছু পুরাকীর্তিও ছিল এখানে।

করোনাভাইরাসের কারণে লসঅ্যাঞ্জেলেসের সান গ্যাব্রিয়েল মিশন নামে চার্চটি চার মাস বন্ধ ছিল। আগামী সপ্তাহ থেকে তা খুলে দেয়ার কথা ছিল।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!