• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চে হামলা, এখনো পাঁচ বাংলাদেশি নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০১৯, ০৩:৩৩ পিএম
ক্রাইস্টচার্চে হামলা, এখনো পাঁচ বাংলাদেশি নিখোঁজ

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজে বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই জন বাংলাদেশিও আছেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ বাংলাদেশি। নিখোঁজ বাংলাদেশিরা হলেন ফারুক, শাওন, মোজাম্মেল, জাকারিয়া ও মোয়াজ্জেম।

ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স এভিনিউর আল নুর মসজিদে প্রথমে নৃশংস এ হামলা চালানো হয়। পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনউড মসজিদে হামলা চালায়। হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ হামলার সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারাও এই আল নুর মসজিদে গিয়েছিলেন জুমার নামাজ পড়তে। ক্রিকেটাররা মসজিদে ঢোকার আগ মুহূর্তে এ হামলা শুরু হওয়ায় তারা সেখান থেকে অক্ষত ফিরে আসতে সক্ষম হন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!