• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান, সাধনা-ভালোবাসা বললেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৮, ০৯:৫৯ পিএম
ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান, সাধনা-ভালোবাসা বললেন মাশরাফি

মাশরাফির ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: তার হাতের ছোঁয়ায় বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। এবার বদলে দিতে চান দেশেরে চেহারা। সেই লক্ষ্য সামনে রেখে এরইমধ্যে রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে ‘মনোনয়ন পেয়েছেন’ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

জাতীয় দলের নেতৃত্বে থাকা অবস্থায় কেন নির্বাচনে প্রার্থী হলেন, সেই ব্যাখ্যা কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে দিয়েছেন মাশরাফি। লিখেছেন, রাজনীতির তাড়না আমার ভেতরে ছিলই। কারণ, সবসময় বিশ্বাস করেছি, রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়।

আবার এও লিখেছেন, প্রায় দেড় যুগে ক্রিকেট যা খেলেছি, জীবন দিয়ে খেলেছি। কখনও আপোস করিনি। আগামী বিশ্বকাপ পর্যন্ত আপোস করতেও চাই না। বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে টাইগারদের নেতৃত্বও দিবেন মাশরাফি। সেই লক্ষ্যে প্রস্তুতিও চলছে।

বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন। তবে অনুশীলন করা হয়নি। টেস্ট সিরিজের জন্য সেখানে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। তাই জিমনেশিয়ামে একাই ঘাম ঝড়ান নড়াইল এক্সপ্রেস। রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে আবারও সরব হন মাশরাফি।

এবার তিনি লিখেছেন, ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান। ক্রিকেট আমার সাধনা।ক্রিকেট আমার ভালোবাসা। তৈরি হচ্ছি সামনের মিশনের জন্যে.....

ইংরেজিতে তিনি লিখেছেন, Getting ready for the next mission.
Cricket has given me the life, the love, the friends and continues to give the strength to move ahead with conviction and resilience.
The best is yet to come

বাংলায় যার অর্থ, ‘তৈরি হচ্ছিন আগামী মিশনের জন্য। ক্রিকেট আমাকে জীবন দিয়েছে, ভালোবাসা দিয়েছে, অসংখ্য বন্ধু দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে চরম আত্মবিশ্বাসের সঙ্গে। আশা করি সেরাটাই আসবে।’

এর আগে মাশরাফি সাফ জানিয়ে দিয়েছেন যে মাঠের খেলা শেষ করেই নির্বাচনী মাঠে লড়াই শুরু করবেন তিনি। মাশরাফি বলেন, ‘খেলা শেষ করে এরপর যাব।’ এই ‘খেলা’ মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ৬ ডিসেম্বর। আর শেষ ওয়ানডে ১৩ ডিসেম্বর। এরপর মাশরাফি যাবেন এলাকায়, জীবনের নতুন ‘স্পেল’ শুরুর প্রচারণায়।

উল্লেখ্য, রোববার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মাশরাফিকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!