• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্রিকেট তক্কে হ্যাপিকে নিয়ে মজা করায় ‘নাখোশ’ রুবেল!


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৯, ০৯:১০ পিএম
ক্রিকেট তক্কে হ্যাপিকে নিয়ে মজা করায় ‘নাখোশ’ রুবেল!

ছবি: সংগৃহীত

ঢাকা: বিপিএল নিয়ে বেসরকারি টেলিভিশন জিটিভি ‘ক্রিকেট তক্ক’ নামে একটি আলাদা অনুষ্ঠার করে আসছে গত ক’বছর ধরে। অনুষ্ঠানটি প্রত্যেকটি দলের সমর্থকরা সেই শহরের নিজস্ব ভাষায় কথা বলায় বেশ জনপ্রিয় হয়েছে। আর এই অনুষ্ঠানে যারা আসেন সবার সঙ্গে হাসি-তামাশায় মেতে ওঠেন উপস্থাপক।  এই অনুষ্ঠান নিয়েই নিজের অসন্তুষ্টির কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

সম্প্রতি ‘ক্রিকেট তক্ক’ অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রাজ ও রাশেদ মামুন অপু। ছোট পর্দার পরিচিত এই দুই মুখ হাজির হয়েছিলেন ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের সমর্থক হিসেবে। অনুষ্ঠানে আলাপ চলাকালে ঢাকা ডায়নামাইটসের সমর্থক জয়রাজ পুরান ঢাকার প্রচলিত ভাষায় বলেন, ‘আমাদের রুবেল আছে। এমন মার দেবে হ্যাপি হয়ে যাবে।’

এমন কথার জবাবে উপস্থাপক আলাল বাবু বলেন, ‘কে হ্যাপি হবে?’ জবাবে জয়রাজ বলেন, ‘উইকেট এমনভাবে ফেলবে জনতা হ্যাপি হয়ে যাবে।’ এ সময় উপস্থাপক বলেন, ‘ও জনতা? আমি তো মনে করেছি হ্যাপি।’

এছাড়া রাজশাহীর যে সমর্থক ছিলেন তিনি বলেন, ‘আমাদের মোস্তাফিজ আছে না, মোস্তাফিজের কাটারে রুবেলকে আবার চৌদ্দ শিকে ঢুকিয়ে দেবে।’ বোঝাই যাচ্ছে, এখানে রুবেল ও তার অতীত নাজনীন আক্তার হ্যাপিকে নিয়েই মজা করা হয়েছে!

আর এই নিয়েই নিজের অস্বস্তির কথা ফেসবুকে প্রকাশ করেছেন রুবেল। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,'Gtv তে ক্রিকেট তক্ক খুব ভালো জিনিস। আমি নিজেও এটাকে সাপোর্ট করি ।যারা এটা করছে তাদের বোঝা উচিত যে পুরো দেশ এবং পুরো দেশের ক্রিকেটপ্রেমীরা এটা দেখছে। সুতরাং মজা এখানে থাকবে যেহেতু এটা ক্রিকেট রিলেটেড তাই আলাপ-আলোচনা ক্রিকেট এর মধ্যে থাকা উচিত। কিন্তু অপ্রাসঙ্গিক কোন কথা বলা উচিত নয় যেটা পার্সোনালি কাউকে ইঙ্গিত করবে।'

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!