• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মুখ খুললেন মাশরাফি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৯, ০৪:৫৩ পিএম
ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মুখ খুললেন মাশরাফি

ঢাকা: ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে গোটা দেশে যখন আলোচনার ঝড় বইছে, তখন পাওয়া যাচ্ছিল না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

সোমবার (২১ অক্টোবর)  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে ডাক দিয়েছেন ধর্মঘটের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের হয়ে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তারা।
সেই ক্রিকেটারদের ভিড়ে দেখা যায়নি মাশরাফিকে। রাত পর্যন্ত তিনি কোনো বিবৃতি বা বক্তব্যও দেননি এ বিষয়ে।

অবশেষে মুখ খুললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি সতীর্থদের আন্দোলন নিয়ে বলেছেন, 'যখন ক্রিকেট নিয়ে কথা বলব তখন ক্রিকেটের কথা, এখন ক্রিকেট নিয়ে কথা নয়। এখন এই বিষয়ে কোনো কথা বলব না। বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা আমি, আবার যখন ফিরব তখন কথা হবে।'

টেস্ট মর্যাদা পাওয়ার পর এই প্রথম ধর্মঘটে নামলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে যাওয়ার ইতিহাস রয়েছে।

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!