• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে এমন অবিশ্বাস্য স্কোর কার্ড কি আগে দেখেছেন?


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১০, ২০১৮, ০৪:১৫ পিএম
ক্রিকেটে এমন অবিশ্বাস্য স্কোর কার্ড কি আগে দেখেছেন?

ছবি: সংগৃহীত

ঢাকা: অনেকে ক্রিকেটের সাথে জীবনযাত্রার বেশ মিল খুঁজে পান। ক্রিকেটের অনিশ্চিত সৌন্দর্য্যও কি সেজন্যেই এত রোমাঞ্চকর হয়ে ধরা দেয়? পরের বলের গতিপথ সম্পর্কে ব্যাটসম্যানের মতো বোলারেরও অনিশ্চিত জ্ঞানটাই কি আনন্দের মূল? যতবার ক্রিকেট তার অনিশ্চিত সৌন্দর্য্যের রোমাঞ্চকর পসরা সাজিয়েছে ততবারই খেলাটাতে লেগেছে অন্যমাত্রা, ভিন্ন রঙ।

এখানে প্রতিটি বলই যেন নতুন এক অভিজ্ঞতা, নতুন এক রোমাঞ্চ। এই বুঝি বেল পড়ল, এই বুঝি সীমানা ছাড়ালো। কখনো হয়তো বোঝাই গেল না, কি থেকে কি হয়ে গেল। পলে পলে অনিশ্চতার অদ্ভুত এক রোমাঞ্চ যেন ঘিরে থাকে এই খেলায়। তাই কি বলা হয়, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা?  

মিয়ানমার বনাম মালয়েশিয়ার মধ্যে তেমনই এক ম্যাচ অনুষ্ঠিত হলো। যেখানে দেখা মিলল অবিশ্বাস্য স্কোর কার্ড! ক্রিকইনফোর এক খবরে দেখা গেছে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে মিয়ানমার ১০.১ ওভারে মাত্র নয় রান তুলতেই আট উইকেট হারায়। ছয়জন ব্যাটসম্যান আউট হন শূন্য রানে। মালয়েশিয়ার পাভানদীপ সিং চার ওভারে পাঁচ উইকেট নেন মাত্র এক রান দিয়ে।

মালয়েশিয়াকে নতুন লক্ষ্য দেয়া হয় আট ওভারে ছয় রানের। প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় তারা শূন্য রানে। পাঁচ রান করার পর সুহান আলাগারাথনাম ম্যাচের একমাত্র ছক্কা মেরে নিজেদের জয় নিশ্চিত করেন। কোনো চার হয়নি।

ম্যাচটি ছিল আইসিসি বিশ্ব টি ২০ এশিয়া অঞ্চলের বাছাইপর্বের। মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু’দল মিলে করেছে ২০ রান। মিয়ানমার ৯/৮। মালয়েশিয়া ১১/২। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মালয়েশিয়া জয়ী হয় আট উইকেটে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!