• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার


ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০২০, ০৮:৪০ পিএম
ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

ঢাকা: হেরোইনসহ গ্রেপ্তারের পর শেহান মাদুশঙ্কাকে ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করা মাদুশঙ্কা মাদক নিয়ে লঙ্কান পুলিশের কাছে গ্রেপ্তার হন।

রোববার (২৪ মে) শ্রীলঙ্কায় কারফিউর মাঝেই পান্নালা শহরে আরও একজনের সঙ্গে ড্রাইভিংয়ের সময় পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাদুশঙ্কার কাছ থেকে ২.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আর স্থানীয় ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মন্জুর করেন।

শেহানে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে এসএলসি জানায়, শেহান মাদুশঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পুলিশ তাকে নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার পরই আমরা এই সিদ্ধান্ত নেই।

প্রতিভাবান এই পেসার এর আগে ২০১৮ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কান দলে জায়গা পেয়েছিলেন। যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিকের মর্যাদা পেয়েছিলেন তিনি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!