• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ক্লান্ত’ ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০১৮, ০৭:১২ পিএম
‘ক্লান্ত’ ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা : টি-টোয়েন্টির বর্তমান বিশ্বসেরা তারা। সেই ওয়েস্ট ইন্ডিজই ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো। ‘ক্লান্ত’ এই ওয়েস্ট ইন্ডিজই বাংলাদেশে আসছে। জিম্বাবুয়ে সিরিজের পরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ৩০ নভেম্বর।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে মিরপুরের হোম অব ক্রিকেটে ৯ ডিসেম্বর। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হবে ১১ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর হবে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেটি।

একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। এই সিরিজের বাকি দুটি ম্যাচ হবে মিরপুরে যথাক্রমে ২০ ও ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রীর।

ভারত সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একই ভাগ্য তাদের বরণ করতে হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। শুধু ওয়ানডেতে একটি ম্যাচ তারা জিততে পেরেছে। এটুকু বাদ দিলে ভারত সফরটা ক্যারিবীয়দের জন্য একরাশ হতাশাতেই শেষ হয়েছে। এটা নিশ্চিত ভারত সফরের অভিজ্ঞতা ক্যারিবীয়রা বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে চাইবেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!