• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতা ধরে রাখতে পাইকারি হারে মামলা দিচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০১৮, ১২:৩৫ পিএম
ক্ষমতা ধরে রাখতে পাইকারি হারে মামলা দিচ্ছে সরকার

ঢাকা : পাতানো এবং সাজানো নির্বাচন করতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরকার মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার পাইকারি হারে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগাম ভয় পেয়ে সরকার বিএনপির বিরুদ্ধে এই ধরনের আচরণ শুরু করেছে। হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের মামালা প্রত্যাহারের দাবি জানান রিজভী।

তিনি বলেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী মত শূন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের নামে হাতিরঝিল থানায় মামলা তারই বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খয়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক মুনির আহমেদ প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!