• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্ষুধা মেটাতে কীটনাশক খেলো শিশু!


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০১৯, ১০:২২ পিএম
ক্ষুধা মেটাতে কীটনাশক খেলো শিশু!

প্রতীকী ছবি

ঢাকা: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর সেই ক্ষুধার জ্বালা মেটাতে কিটনাশক পান। তাও আবার একটি শিশু! ভারতের মত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে এই ঘটনা যেন মানবতা ভূলুণ্ঠিত হওয়ার মতো।

দেশটির মধ্যপ্রদেশে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কীটনাশক খেয়েছে একটি আদিবাসী শিশু। সোমবার (৭ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ঘটনাটি ঘটেছে গত বছরের ৩১ ডিসেম্বর। এখন শিশুটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ক্ষুধার জ্বালা মেটাতে শিশুটি প্রথমে স্থানীয় একটি রেশন দোকানে ছুটে যায়। সেখানে গিয়ে দোকানের মালিকের কাছে একটু গম চেয়েছিল সে। কিন্তু বারবার আকুতি-মিনতি করার পরও শিশুটিকে গম দেয়নি দোকানের মালিক। ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে শেষমেশ কীটনাশক মুখে দেয় শিশুটি।

প্রতিবেদনটিতে বলা হয়, খবরটি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে সরব হয়েছে জাতীয় শিশু অধিকার ও রক্ষা কমিশন। একটি কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

কমিশন সূত্রে জানা গেছে, দ্রুতই এবিষয়ে একটি রিপোর্ট জমা দেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!