• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালে মাছের জোয়ার!


ভোলা প্রতিনিধি জানুয়ারি ২, ২০১৯, ০৬:৪৫ পিএম
খালে মাছের জোয়ার!

ছবি : সোনালীনিউজ

ভোলা : ভোলার লালমোহনে খালে মাছের জোয়ার এসেছে। বুধবার (২ জানুয়ারি) দুপুরের পর থেকে এই জোয়ার শুরু হয়। উপজেলার হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় খালসহ বিভিন্ন খালে ভাটার সময় বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়।

খালের আশপাশের ছেলে-বুড়ো, পুরুষ-মহিলা সবাই উৎসবমুখর পরিবেশে থালা, বাটি, ঝাঁঝর, তাগারি, বালতি নিয়ে মাছ ধরার জন্য খালে নেমে পড়ে। জেলেদেরকে ব্যাগ জাল, খুতি জাল, জাই জাল, জাঁকি জাল দিয়েও মাছ ধরতে দেখা যায়।

এমনকি মহিলাদেরকে ওড়না, শাড়ি, মশারি দিয়ে খেও দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। মাছ ধরার উৎসবের আমেজে অনেক সৌখিন মানুষকেও প্যান্ট শার্ট পরা অবস্থায় খালের কাদা জলে নামতে দেখা গেছে। পুটিমাছ, খইলসা মাছ, গুইঙা মাছ, বোয়াল মাছ, বাইং মাছসহ ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

বিদায়ী বছরের শেষ মুহূর্তে ও নতুন বছরের শুভ সূচনার মাহেন্দ্রক্ষণে খালে এভাবে মাছ ভেসে উঠা মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!