• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হবেন: নজরুল ইসলাম খান


নিজস্ব প্রতিবেদক জুন ২, ২০২০, ০৯:৩৭ পিএম
খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হবেন: নজরুল ইসলাম খান

ফাইল ছবি

ঢাকা: জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে বেগম খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

সোমবার ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে খিলক্ষেতে থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর যে শিক্ষা জিয়াউর রহমান দিয়ে গেছেন সে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘মানুষের ভালোবাসা অর্জন করতে পারা শহীদ জিয়ার প্রতি আনুগত্য প্রমাণ করা। এটা করতে না পারলে শহীদ জিয়ার কর্মী দাবি করা যাবে না।’

নির্বাচন প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক তা অনেকই চায় না। এ জন্য ষড়যন্ত্রের মুখে আমাদের পরাজিত করছে। জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জনগণ ভোটের অধিকার পেলে নির্ভয়ে ভোট দিতে পারলে বেগম খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হবেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান সেক্টর কমান্ডার। জেড ফোর্সের ও কমান্ডার। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান বিশ্বের এরকম কোনো নেতা নেই যার মা নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি। তারেক রহমান আমাদের নেতা। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। আমরা সেই শহীদ জিয়ার কর্মী। আমরা তো গর্বিত।’

তিনি বলেন, ‘আমরা কখনো সামরিক আইন জারি করি নাই যেটা করেছিল আওয়ামী লীগের নেতা মোস্তাক। আমরা কখনো জরুরি আইন জারি করি নাই যেটা করেছিল শেখ সাহেব। আমরা গণতন্ত্র হত্যা করি নাই। আমাদের সময় কখনো দুর্ভিক্ষ হয় নাই। শহীদ জিয়ার সময়ে একবার খরা হয়েছিল। অনেকে ধারণা করেছিল অনেক লোক মারা যাবে কিন্তু তিনি উদ্যোগ নিয়ে সকল এমপিকে চট্টগ্রাম পাঠিয়ে খাবার নিয়ে যার যার এলাকায় পাঠান। আজকে করোনার ভাইরাসের দুঃসময়ে এমপি মন্ত্রী সাহেবরা কোথায়?’

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও বক্তব্য দেন— স্থানীয় বিএনপি নেতা হাজী এস এম ফজলুল হক, সোহরাব খান স্বপন, সি এম আনোয়ার হোসেন মোবারক দেওয়ান, নুরুল হুদা মুরাদ প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!