• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া চাইলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট পাবেন


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:২৮ পিএম
খালেদা জিয়া চাইলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট পাবেন

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাভোগরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া এই রায়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

এতে সর্বোচ্চ আদালত বলেছে, খালেদা জিয়া যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দেয়া হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ রায়ে অবজারবেশনে এ কথা বলেন। এর আগে শুনানি শেষে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন আদালত।

দুপুর ১টার দিকে শুনানি শেষ হয়। পরে এজলাস ছেড়ে উঠে যান বিচারপতিরা। ৬ বিচারপতি মিলে ভেতরে ১৫ মিনিট পরামর্শ করার পর এই আদেশ দেন আপিল বিভাগ। এ সময় পিন পতন নীরবতা ছিল এজলাস কক্ষ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!